আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবারের জোড়া বিস্ফোরণের পর সে দেশ থেকে মানুষ সরিয়ে নেওয়া বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
এ ব্যাপারে স্কট মরিসন বলেছেন, বর্তমানে কাবুলে যে পরিস্থিতি, তাতে আমরা সেখানে উদ্ধার কার্যক্রম চালানো আর নিরাপদ মনে করছি না। আমাদের পরিকল্পনা হলো- আফগানিস্তান থেকে যাদের নিয়ে আসা হয়েছে, তাদের পুনর্বাসন এবং মানবিক সহায়তা প্রদান সংক্রান্ত দাপ্তরিক কাজ শুরু করা।
এপি জানায়, আফগানিস্তানে বসবাসরত অস্ট্রেলিয়ান নাগরিক, দূতাবাসকর্মী ও অস্ট্রেলিয়ার সেনাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ