আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। এ হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে যুক্তরাষ্ট্রের ১৩ সেনাও রয়েছে। এমন পরিস্থিতিতে কাবুলে ফের হামলার আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টারা। ইতোমধ্যে তাদের এ শঙ্কার কথা মার্কিন প্রেসিডেন্টকে জানানোও হয়েছে। এর মধ্যে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাস মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দরসহ বেশ কিছু জায়গা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে বলে, নিরাপত্তার ঝুঁকি থাকার কারণে মার্কিন নাগরিকরা কাবুল বিমানবন্দর এবং বিমানবন্দরের গেট এলাকা এড়িয়ে চলবেন।
ওই বিবৃতিতে আরও বলা হয়, বিশেষ করে যারা অ্যাবে গেট, পূর্ব, উত্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে রয়েছেন তারা এসব এলাকা থেকে ‘দ্রুত সরে যান’।
সূত্র: আলজাজিরা
বিডি প্রতিদিন/ ওয়াসিফ