কাজাখস্তানের একটি সামরিক ঘাঁটির অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর জেরে পরপর ১০ বার বিস্ফোরণ ঘটেছে সেখানে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৯৮ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নুরলান ইয়েরমেকবায়েভ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঝাম্বিল প্রদেশের তারাজে সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে আগুন লেগে ১০ বার বিস্ফোরণ ঘটেছে।
তিনি আরও জানান, প্রকৌশল কাজের জন্য বিস্ফোরক সংরক্ষিত ছিল। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে, তা এখনও জানা যায়নি। বিষয়টি জানার জন্য তদন্ত শুরু হয়েছে।
বিস্ফোরণের পর পার্শ্ববর্তী এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট। সূত্র: রয়টার্স, আল-আরাবিয়্যাহ, ডেইলি সাবাহ
বিডি প্রতিদিন/কালাম