তালেবান সরকারকে স্বীকৃতির দাবি মিথ্যা বলে জানিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রায়ান বলেছেন, ‘আফগানিস্তানের নতুন সরকারের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না ফ্রান্স। এছাড়া ফ্রান্স এই সরকারকে স্বীকৃতি দেবে না।’ গতকাল শনিবার তিনি এসব কথা বলেন। খবর রয়টার্স এর।
তিনি বলেন, কিছু বিদেশি ও আফগানকে অবাধে চলে যেতে দেওয়ার কথা বলেছে তালেবান। তারা একটি প্রতিনিধিত্বমূলক সরকারের কথাও বলেছে। আমরা তালেবানদের কাছ থেকে পদক্ষেপ চাই। তাদের আন্তর্জাতিক সম্পর্কের প্রয়োজন পড়বে। এটা তাদের ওপরই নির্ভর করে।
জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ড্রায়ান কাতারের দোহায় যাবেন। সেখানে কিছু ফ্রেঞ্চ ও আফগান নাগরিক এখনো রয়ে গেছে। উল্লেখ্য, আফগানিস্তান থেকে প্রায় তিন হাজার মানুষকে সরিয়ে নিয়েছে ফ্রান্স। এজন্য তালেবানদের সঙ্গে টেকনিক্যাল আলোচনাও করেছিল দেশটি।
বিডি-প্রতিদিন/শফিক