২৫ সেপ্টেম্বর, ২০২১ ১১:৪০
খবর রয়টার্সের

মালিতে সশস্ত্র গ্রুপের সঙ্গে সংঘর্ষে ফরাসি সৈন্য নিহত

অনলাইন ডেস্ক

মালিতে সশস্ত্র গ্রুপের সঙ্গে সংঘর্ষে ফরাসি সৈন্য নিহত

মালিতে সশস্ত্র গ্রুপের সঙ্গে সংঘর্ষে ফরাসি সৈন্য নিহত

মালিতে সশস্ত্র গ্রুপের সঙ্গে সংঘর্ষে ফ্রান্সের একজন সৈন্য নিহত হয়েছেন। এ ঘটনার প্রেক্ষিতে দেশটি শুক্রবার সন্ত্রাসবাদকে পরাজিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সৈন্যের প্রাণহানিতে প্রেসিডেন্ট গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে সন্ত্রাসবাদকে পরাজিত করার ফ্রান্সের দুঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

গত ২০১৩ সাল থেকে সাহেল অঞ্চলে সন্ত্রাস দমনের কাজে নিয়োজিত এ পর্যন্ত ৫২ ফরাসি সৈন্য নিহত হয়েছে।

এদিকে প্যারিস ও বামাকোর মধ্যে সম্পর্কের ক্রমবর্ধমান টানাপোড়েনের মধ্যে সর্বশেষ এই হামলার ঘটনাটি ঘটেছে। জিহাদিদের দমনে মালির সামরিক জান্তা সরকার রাশিয়া থেকে সৈন্য ভাড়া করে আনার পরিকল্পনা করায় ফ্রান্স ও তার ইউরোপীয় মিত্ররা এ বিষয়ে দেশটিকে সতর্ক করেছে।

ফ্রান্সের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, রাশিয়ার তথাকথিত ওয়াগনার গ্রুপ থেকে এক হাজার সৈন্য ভাড়া করার পরিকল্পনা দেশটিতে ফরাসি সৈন্য নিয়োজিত রাখার সাথে সংগতিপূর্ণ নয়। সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর