গত ১০ বছরে সিরিয়ায় যুদ্ধ-সংঘাতে অন্তত তিন লাখ ৫০ হাজার ২০৯ জন নিহত হয়েছে। সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে আলেপ্পোতে। সেখানে সংঘাতে ৫১ হাজার ৭৩১ জন নিহত হয়েছে।
সাম্প্রতিক জাতিসংঘের মানবাধিকার সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের সংখ্যা আরো অনেক বেশি হওয়ার শঙ্কা রয়েছে।
জাতিসংঘের মানবাধিকার সংস্থাচি দেশটিতে নিহত বেসামরিক নাগরিক এবং যোদ্ধাদের অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করে। কঠোর পদ্ধতির ওপর ভিত্তি করেই নিহতদের পুরো নাম, তারিখ এবং মৃত্যুর স্থান উল্লেখ করা হয়। নিহত প্রতি ১৩ জনের মধ্যে একজন নারী অথবা শিশু রয়েছে।
মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিচেল ব্যাচলেট বলেন, আমরা ২০১১ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চের মধ্যে সিরিয়ায় সংঘর্ষে নিহত তিন লাখ ৫০ হাজার ২০৯ জনের একটি তালিকা তৈরি করেছি।
তিনি আরও বলেন, এটি একটি ন্যূনতম যাচাইযোগ্য সংখ্যা নির্দেশ করে এবং অবশ্যই এটাই প্রকৃত হত্যার সংখ্যা নয়। এখানে কম সংখ্যা উঠে এসছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার কথা।
সূত্র: আল-জাজিরা
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন