২৫ সেপ্টেম্বর, ২০২১ ১৯:৪৯

পাকিস্তানের উপর নজর রাখবে কোয়াড : ভারত

অনলাইন ডেস্ক

পাকিস্তানের উপর নজর রাখবে কোয়াড : ভারত

কোয়াড অন্তর্ভুক্ত চার দেশের রাষ্ট্রনেতা (বামে)

মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানরা গতকাল শুক্রবার ব্যক্তিগত পর্যায়ে কোয়াড সম্মেলনে অংশ নেন। এ নিয়ে ভারত জানিয়েছে, আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানের উপর সতর্ক দৃষ্টি রাখবে কোয়াডের অন্তর্ভুক্ত দেশসমূহ। খবর হিন্দুস্তান টাইমস এর।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং কোয়াডের অন্যান্য দেশসমূহও আফগানিস্তান সঙ্কটে পাকিস্তানের উপর সতর্ক দৃষ্টি রাখার ব্যাপারে একমত হয়েছে। এর বাইরে কোয়াড সম্মেলনে নরেন্দ্র মোদি বিশ্বে শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে কোয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মুখোমুখি হন কোয়াড অন্তর্ভুক্ত চার দেশের রাষ্ট্রনেতা। এতে নরেন্দ্র মোদি ছাড়াও অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। বৈঠকে কোভিড-১৯, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদসহ বৈশ্বিক নানা সঙ্কট নিয়ে আলোচনা করেন নেতারা। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর