২৫ সেপ্টেম্বর, ২০২১ ২০:৩১

জাতিসংঘ সাধারণ অধিবেশনে কথা বলবে না মিয়ানমার

অনলাইন ডেস্ক

জাতিসংঘ সাধারণ অধিবেশনে কথা বলবে না মিয়ানমার

কিয়ো মোয়ে তুনে (ফাইল ছবি)

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশন (ইউএনজিএ)। গত ২১ সেপ্টেম্বর শুরু হওয়া এ অধিবেশন চলবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। যদিও চলতি অধিবেশনে মিয়ানমারের কোন প্রতিনিধিই ভাষণ দেবেন না।

জানা গেছে, আগামী সোমবার অধিবেশনের শেষ দিনে সংস্থাটিতে সু চি সরকারের প্রতিনিধি কিয়ো মোয়ে তুনের বক্তব্য দেয়ার কথা থাকলেও সেনা সরকারের বিরোধীতার জেরে তা নাম প্রত্যাহার করেছেন তিনি। পাশাপাশি সংস্থাটির উচ্চ পর্যায়ের কোন অধিবেশনে বক্তব্য না রাখার সাপেক্ষে জাতিসংঘে তুনের প্রতিনিধিত্ব বজায় রাখার ব্যাপারে একমত হয়েছে চীন ও রাশিয়া।

এদিকে, জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনে আফগানিস্তানের পক্ষ থেকে দেশটির সাবেক সরকারের প্রতিনিধিই বক্তব্য রাখবেন। সংস্থাটির মুখপাত্র স্টেফানে দুজারিখ এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার আফগান প্রতিনিধি গোলাম আইজ্যাকজাইয়ের ভাষণ দেয়ার কথা রয়েছে।

সূত্র : আল-জাজিরা।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর