বিশ্বকে প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচাতে জার্মানির জাতীয় নির্বাচনের দুদিন আগে সমাবেশ করেছে পরিবেশবাদী সংগঠন 'ফ্রাইডে ফর ফিউচার'। জার্মানিতে ২০তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার দেশটির রাজধানী বার্লিনে প্রার্থী ও ভোটারদের মনোযোগ কাড়তে অনুষ্ঠিত সমাবেশে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।
সমাবেশে অংশ নিয়ে সুইডেনের আলোচিত পরিবেশবাদী আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থানবার্গ বলেন, করোনা আমাদের বুঝিয়ে দিয়েছে আমরা সত্যিই কতটা অসহায়। সেইসাথে জলবায়ুগত সমস্যার সমাধান এখনো হয়নি। একা এই সমস্যার সমাধান করা যাবে না। তাই ভোটে অংশ নিয়ে পরিবেশ রক্ষার আন্দোলনকে আরো শক্তিশালী করার বিষয়ে জোর দেন গ্রেটা থানবার্গ।
সমাবেশে পারমাণবিক শক্তি বর্জন এবং নবায়নযোগ্য সবুজ শক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়। সেইসঙ্গে জলবায়ু পরিবর্তনের শিকার ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর জন্য আহবান জানানো হয় বিশ্ব নেতৃবৃন্দের কাছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার