২৬ সেপ্টেম্বর, ২০২১ ০৬:৫৫

নিখোঁজ বৃদ্ধের দেহাবশেষ কুমিরের পেটে !

অনলাইন ডেস্ক

নিখোঁজ বৃদ্ধের দেহাবশেষ কুমিরের পেটে !

প্রতীকী ছবি

প্রায় মাসখানেক আগে নিখোঁজ এক ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে কুমিরের পেট থেকে। শনিবার সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৩০ আগস্ট ঘূর্ণিঝড় আইডার সময় টিমোথি স্যাটারলি সিনিয়রকে (৭১) বাড়ির সামনে থেকে একটা কুমির আক্রমণ করে।

টিমোথিকে কুমিরটি আক্রমণ করার ঘটনা দেখে তার স্ত্রী সাহায্যের জন্য যায়। ফিরে এসে স্বামীর কোনো অস্তিত্বই পাননি তিনি। টিমোথির নিখোঁজের জায়গা থেকেই ওই কুমিরের খোঁজ পাওয়া গেছে বলে সেইন্ট টামানি প্যারিস শেরিফের কার্যালয় গত সপ্তাহে জানিয়েছিল। 

ময়নাতদন্তকারী চিকিৎসক ড. চার্লস প্রেস্টন জানান, লুইজিয়ানার বন্যপ্রাণী ও মৎস্য বিভাগ ওই কুমিরকে ধরে আনে। পরে কুমিরের পেট থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়। কুমিরের পেট থেকে পাওয়া দেহাবশেষের ডিএনএ টিমোথির সন্তানদের সঙ্গে মিলেছে বলে জানিয়েছেন ড. প্রেস্টন।

তিনি বলেন, টিমোথির নিখোঁজের স্থান থেকেই ওই কুমিরকে ধরা হয়েছে। টিমোথির মৃত্যু সনদ দিয়ে দিচ্ছি। ডিএনএনও ম্যাচ করেছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর