দ্বিপক্ষীয় বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তি বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুর্নব্যক্ত করেন বাইডেন।
শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের জন্য মার্কিন সমর্থনের কথা বলেছেন বাইডেন। একইসঙ্গে অন্যান্য দেশ যারা বহুপাক্ষিক সহযোগিতার গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন পেতে আগ্রহী- তাদের প্রতি সমর্থনের কথাও বলেছেন।
বর্তমানে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য দেশ আছে। অস্থায়ী সদস্যরা জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা দুই বছরের মেয়াদে নির্বাচিত হয়।
পাঁচটি স্থায়ী সদস্য দেশ হলো- মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্স। এই দেশগুলো জাতিসংঘের যে কোনো মূল সিদ্ধান্তে ভেটো (আমি মানি না) দিতে পারে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ