২৬ সেপ্টেম্বর, ২০২১ ১১:০৬

চীনে মেং ওয়ানঝুকে লাল গালিচায় ফুল দিয়ে বরণ

অনলাইন ডেস্ক

চীনে মেং ওয়ানঝুকে লাল গালিচায় ফুল দিয়ে বরণ

বিমানবন্দরে অবতরণ করলে, চীনের জাতীয় পতাকা নিয়ে তাকে স্বাগত জানায় শতাধিক লোক এবং তারা তাকে লাল গালিচায় ফুল দিয়ে বরণ করে নেন

কানাডায় প্রায় তিন বছরের বন্দী জীবনের অবসান ঘটিয়ে শনিবার রাতে চীনের মাটিতে পা রাখেন হুয়াওয়ে কোম্পানির সিএফও মেং ওয়ান ঝু। তিনি শেনচেন বিমানবন্দরে অবতরণ করলে, চীনের জাতীয় পতাকা নিয়ে তাকে স্বাগত জানায় শতাধিক লোক এবং তারা তাকে লাল গালিচায় ফুল দিয়ে বরণ করে নেন।

উষ্ণ অভ্যর্থনার জবাবে বিমানবন্দরে মেং বলেন, ‘১ হাজার দিনেরও বেশি সময় কষ্ট সহ্য করে অবশেষে আমি মাতৃভূমির কোলে ফিরে এসেছি। বিদেশে আটক থাকার সময় অনেক কষ্ট ও চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। তবে দেশে ফিরে মাতৃভূমিতে দাঁড়িয়ে আমি বেশ আনন্দিত।’

তিনি বলেন, ‌‘জাতীয় পতাকা উত্তোলনের জায়গায় বিশ্বাসের বাধন রয়েছে। যদি বিশ্বাসের কোনো রং থেকে থাকে, তা অবশ্যই চীনা লাল রং।’  

সূত্র : সিআরআই

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর