২৬ সেপ্টেম্বর, ২০২১ ১৯:০৪

সবচেয়ে কম আয়ের দেশ পাকিস্তান, ইমরানের কড়া সমালোচনায় বিরোধীদল

অনলাইন ডেস্ক

সবচেয়ে কম আয়ের দেশ পাকিস্তান, ইমরানের কড়া সমালোচনায় বিরোধীদল

ইমরান খান ও শেহবাজ শরীফ

পাকিস্তানের বিরোধীদল মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সভাপতি শেহবাজ শরীফ বলেছেন, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতি এবং কম আয়ের দেশ পাকিস্তান। মানুষ বেশি মুদ্রাস্ফীতি সহ্য করতে পারে না, নিপীড়নের পর নিপীড়ন অবশ্যই বন্ধ করতে হবে। খবর জিও নিউজের।

গ্যাসের দাম বাড়ানোয় প্রধানমন্ত্রী ইমরান খান নেতৃত্বাধীন পিটিআই সরকারের কড়া সমালোচনা করে গতকাল শনিবার এক প্রতিবাদ বক্তব্যে তিনি এ কথা বলেন। শেহবাজ শরীফ আরও বলেন, ইমরান খান সরকার এমনভাবে দাম বাড়াচ্ছে, যেন সেটি ‘শর্ত সহকারে গৃহযুদ্ধ’ এবং একের পর আরেকটি বোকা সিদ্ধান্ত।

তিনি বলেন, বাজেটের ক্ষেত্রে সরকার কেবল আইএমএফ (আন্তর্জাতিক আর্থিক তহবিল) দ্বারা নির্ধারিত শর্ত পূরণ করছে। করমুক্ত বাজেট নিয়ে জনগণের সঙ্গে মিথ্যাচার করছে পিটিআই সরকার। উল্লেখ্য, টালমাটাল অর্থনীতির কারণে দেশে-বিদেশে নানামুখী সংকটে রয়েছে ইমরান সরকার।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর