শিরোনাম
২৮ সেপ্টেম্বর, ২০২১ ১০:৫৫
খবর বিবিসি ও আল জাজিরার

উত্তর কোরিয়ার ‘অজ্ঞাত অস্ত্র’ নিক্ষেপ জাপানের জলসীমায়

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার ‘অজ্ঞাত অস্ত্র’ নিক্ষেপ জাপানের জলসীমায়

সংগৃহীত ছবি

উত্তর কোরিয়া আজ মঙ্গলবার সকালে জাপানের জলসীমা লক্ষ্য করে কমপক্ষে একটি ‘অজ্ঞাত অস্ত্র’  নিক্ষেপ করেছে। চলতি মাসেই দুই দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া। একই সময় দক্ষিণ কোরিয়াও সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এ নিয়ে কোরীয় উপদ্বীপে সাম্প্রতিক সময়ে বেশ উত্তেজনা চলছে।

প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে জাপানের সংবাদমাধ্যম জানায়, এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে, যা জাতিসংঘের নিয়মানুসারে নিষিদ্ধ।

সম্প্রতি জাতিসংঘে পিয়ংইয়ং-এর দূত বলেছিলেন, বৈরি পরিস্থিতির কারণে তাদের অস্ত্র পরীক্ষার ‘ন্যায়নিষ্ঠ অধিকার’ রয়েছে। এ ছাড়া প্রতিবেশী দেশের সঙ্গে কথা বলারও আগ্রহ প্রকাশ করেন দূত। এর অল্প সময় পরই এ কাণ্ড।

দক্ষিণ কোরিয়ার জয়েন চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে পূর্ব সাগর নামে পরিচিত জাপান সাগরের দিকে অজ্ঞাত বস্তুটি ছোড়া হয়। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একযোগে ঘটনাটি পর্যবেক্ষণ করছে তারা।

বিডি প্রতিদিন / অন্তরা কবির

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর