২৮ সেপ্টেম্বর, ২০২১ ১৬:৩৮

টিকা নিয়েও করোনায় আক্রান্ত জর্ডানের যুবরাজ

অনলাইন ডেস্ক

টিকা নিয়েও করোনায় আক্রান্ত জর্ডানের যুবরাজ

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের যুবরাজ আল হুসেইন বিন আব্দুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার দেশটির রাজকীয় আদালতের এক বিবৃতিতে যুবরাজের করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুবরাজ হুসেইন করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছিলেন। তারপরও তার শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তবে বর্তমানে তিনি খুব ভালো আছেন। খবর রয়টার্স'র।

যুবরাজ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ এবং রানি রানিয়া সতর্কতা হিসেবে পাঁচদিনের হোম কোয়ারেন্টাইন পালন করবেন। তবে তাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

করোনার বৈশ্বিক হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস বলছে, মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত জর্ডানে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৯ হাজার ৭০০ জনের বেশি মানুষ এবং মারা গেছেন ১০ হাজার ৬৮০ জন। তবে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৯৬ হাজার ৭০৪ জন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর