ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বৃহস্পতিবার বাহরাইন সফর করেছেন। গত বছর আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের পর সর্বোচ্চ কর্মকর্তা পর্যায়ের সফর ছিল এটি। বৃহস্পতিবার ( ৩০ সেপ্টেম্বর ) একটি ইসরায়ের প্লেনে তিনি বাহরাইনের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
তিনি এদিন সন্ধ্যায়ই নিজ দেশে ফিরে যান। জলপাই পাতার শাখা আঁকা ছিল তাকে বহনকারী বিমানটির নাকের ওপরে।
গেল বছর দুদেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার পর এই প্রথম কোনো ইসরায়েলি শীর্ষ কর্মকর্তার উপসাগরীয় দেশটিতে সফর। এ সময়ে বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল-খলিফা ও প্রধানমন্ত্রী যুবরাজ সালমান বিন হামাদ আল-খলিফার সঙ্গে বৈঠক করেন তিনি।
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তার বৈঠক হয়েছে। রাজধানী মানামায় তিনি একটি ইসরায়েলি দূতাবাস উদ্বোধন করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
বাদশাহর সঙ্গে বৈঠকের পর ইয়ার লাপিদ বলেন, বাহরাইনের নেতৃবৃন্দ ও অনুপ্রেরণা আমাদের সত্যিকারের সহযোগিতার দিকে নিয়ে গেছে। আমাদের বৈঠকে দুদেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।
১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে শান্তি চুক্তিতে পৌঁছানোর পর তৃতীয় ও চতুর্থ দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন একই পথে হাঁটে।
এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে যে, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ইয়ার লাপিদ মানামায় গেছেন। বিবৃতিতে আরও বলা হয়, এটি বাহরাইনে কোনো ইসরায়েলি মন্ত্রীর প্রথম সরকারি সফর।
বিডি প্রতিদিন/এ মজুমদার