১৬ অক্টোবর, ২০২১ ০৩:৫৯

বিটকয়েনের দাম ৬০ হাজার ডলার ছুঁয়েছে

অনলাইন ডেস্ক

বিটকয়েনের দাম ৬০ হাজার ডলার ছুঁয়েছে

গত ৬ মাসে প্রথমবারের মতো শুক্রবার বিটকয়েনের দাম ৬০ হাজার ডলার ছুঁয়েছে। এপ্রিল মাসের পর থেকে এটির দাম ৬০ হাজার ডলারের কাছে ঘেঁষতে পারেনি। তবে এবার ৪.৫ শতাংশ দাম বাড়ায় বর্তমান দাম দাঁড়িয়েছে ৫৯ হাজার ৩০ ডলারে।

ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আগামী সপ্তাহে প্রথম ইউএস বিটকয়েন ফিউচার ইটিএফ (এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড) ট্রেডিং শুরু করার অনুমতি দিতে প্রস্তুত, এমন ইঙ্গিত পাওয়ার কারণেই বিটকয়েনের দর ঊর্ধ্বমুখী।

গত ২০ সেপ্টেম্বরের পর থেকেই দামের এই ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। বিটকয়েনের ইতিহাসের এর সর্বোচ্চ দাম উঠেছিল ৬৪ হাজার ৮৯৫ ডলারে। বর্তমানে সেই রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে রয়েছে বিটকয়েনের দাম।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর