বিশ্বের ধনীতম ব্যক্তি তিনি। ফলে তার মোট সম্পত্তির ওঠানামাও যে অকল্পনীয় স্তরে হবে, তা ধরে নেওয়াই যায়। তাই বলে ২ দিনের মধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলার? তাও আবার খামখেয়ালি টুইটের জেরে?
টেসলা ইনকর্পোরেটেড-এর শেয়ার পরপর দ্বিতীয় দিনের জন্য নিম্নগামী হয়েছে। এর জেরে চলতি সপ্তাহে এখন পর্যন্ত ৫০ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ কমেছে ইলন মাস্কের।
গত সপ্তাহান্তে ইলন মাস্ক তার টুইটার অনুগামীদের জিজ্ঞাসা করেন, কর দেওয়ার উদ্দেশ্যে তার সংস্থায় তার ১০% শেয়ার বিক্রি করা উচিত কি না। অন্যদিকে দেখা যায়, এই টুইটের কিছুক্ষণ আগেই ইলন মাস্কের ভাই কিম্বল টেসলার কিছু শেয়ার বিক্রি করেছেন।
পুরো ব্যাপার দেখে ঘাবড়ে যান বিনিয়োগকারীরা। সোমবার পড়তে থাকে শেয়ারদর। তার পরে তার ভাই কিম্বল ভোটের ঠিক আগে শেয়ার বিক্রি করে বলে খবর আসে। মড়ার উপর খাঁড়ার ঘা মঙ্গলবার সকালে ইনসাইডারে প্রকাশিত একটি রিপোর্ট। সেই রিপোর্টে বিখ্যাত বিনিয়োগকারী মাইকেল বারি জানান, মাস্ক তার ব্যক্তিগত ঋণ মেটাতে শেয়ার বিক্রি করতে চাইতে পারেন। এর ফলে আরও দ্রুত পড়তে থাকে টেসলার শেয়ার দর।
সূত্র : হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ