পারস্য উপসাগরের তলদেশ দিয়ে টানেল বা সুড়ঙ্গপথ তৈরির সম্ভাবনা খতিয়ে দেখার কাজ শুরু করেছে ইরান এবং কাতার। এই সুড়ঙ্গ পথ তৈরি হলে সাগরের নিচ দিয়ে বন্ধুপ্রতিম দুই দেশ পরস্পরের সঙ্গে সহজেই যুক্ত হতে পারবে।
রবিবার ইরানের উপ পরিবহন মন্ত্রী আলী আকবর সাফায়ি গণমাধ্যমকে এ কথা জানান।
ইরানের বন্দর কর্তৃপক্ষের এ প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, সাগরের তলদেশ দিয়ে টানেল নির্মাণ হচ্ছে ইরানের চারটি গুরুত্বপূর্ণ পরিবহন প্রকল্পের অন্যতম। প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির কাতার সফরের সময় বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
আলী আকবর সাফায়ির উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বলেছে, সাগরের নিচে দিয়ে নির্মীয়মান এই প্রকল্পকে কাতার ও ইরানের জন্য যোগাযোগের বিশাল সম্ভাবনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। যার মাধ্যমে পারস্য উপসাগরের উত্তর এবং দক্ষিণ পাড় সরাসরি যোগাযোগের আওতায় আসবে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর সহজ যোগাযোগের পথও খুলে যাবে।
সাফায়ি বলেন, এই টানেল ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশকে কাতারের সঙ্গে যুক্ত করবে যাতে রেল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা থাকবে।
তিনি জানান, প্রকল্প বিষয়ক যৌথ কমিটির গবেষণা ও আলোচনা শেষ হওয়ার পর ইরান এবং কাতার এই প্রকল্প চূড়ান্ত করবে।
সাফায়ি বলেন, ইরানের প্রেসিডেন্ট সোমবার দোহা সফরে যাবেন এবং সে সময় বিষয়টি নিয়ে আলোচনা হবে। এ সফরে ইরান এবং কাতারের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি পরিবহন চুক্তি সই হবে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন