করোনার কারণে বাংলাদেশসহ বহু দেশের জন্য দুই বছর ধরে বন্ধ থাকা পর্যটন ভিসা ফের চালু করেছে ভারত। গতকাল বুধবার এক ঘোষণায় বলা হয়েছে, ১৫৬টি দেশের নাগরিক ট্যুরিস্ট ও ই-ট্যুরিস্ট ভিসায় ভারতে প্রবেশ করতে পারবে।
এনডিটিভি, ইকোনমিক টাইমস ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছেন, ট্যুরিস্ট এবং ই-ট্যুরিস্ট ভিসা পাওয়া বিদেশি নাগরিকরা স্থল সীমান্ত বা নদীপথ ব্যবহার করে ভারতে প্রবেশ করতে পারবে না। কেবলমাত্র নির্ধারিত সমুদ্র বন্দর এবং বিমানবন্দর ব্যবহার করে ভারতে প্রবেশ করতে পারবে। এতে এখনই কোনো দেশের নাগরিক সড়কপথে ভারতে যেতে পারবেন না। আপাতত আকাশ ও সমুদ্রপথে ভারতে যেতে পারবেন।
আরও বলা হয়েছে, করোনার আগেই যারা টুরিস্ট ভিসা পেয়েছিলেন, তাদের ভিসার মেয়াদ থাকলে বৈধ ভিসাধারীরা এখন থেকে ভারত ভ্রমণ করতে পারবেন। এছাড়া নতুন করেও সর্বোচ্চ পাঁচ বছরের জন্য টুরিস্ট ভিসার আবেদনও করা যাবে।
ভারতীয় কর্মকর্তারা আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও জাপানের নাগরিকদের জন্য ১০ বছর মেয়াদী ভিসাও সচল করা হয়েছে। এছাড়া নতুন করে এই দুই দেশের নাগরিকদের দীর্ঘ মেয়াদী পর্যটক ভিসাও দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/শফিক