ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।
এমন পরিস্থিতিতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ভেস লে দ্রিয়ান দাবি করেছেন, ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। সঙ্গে আলোচনার অভিনয় করে যাচ্ছে।
তিনি দাবি করেন, রাশিয়ার কৌশলই এটি। তারা হামলা চালিয়ে যাবে অন্যদিকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের নাটক করবে।
এ ব্যাপারে বৃহস্পতিবার ফ্রান্সের গণমাধ্যম লে পার্সিয়ানকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা রাশিয়ার সেই পুরনো কৌশলই দেখছি; তারা অতি বেশি দাবি-দাওয়া পেশ করছে, ইউক্রেনকে আত্মসমর্পণ করতে বলছে এবং অবরুদ্ধ করে দেওয়ার ক্ষেত্রে জোর দিচ্ছে।
তিনি আরও বলেন, চেচনিয়া ও সিরিয়ার মতো তিনটি জিনিসই আমরা দেখছি। সেগুলো হলো-নির্বিচারে বোমাবর্ষণ, কথিত মানবিক করিডোর তৈরি করে প্রতিপক্ষকে মানবিক করিডোরের নিয়ম ভাঙছে এমন দোষারোপ করা, কোনো বাস্তবসম্মত লক্ষ্য ছাড়াই আলোচনা করা ও আলোচনার অভিনয় করা।
সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/ ওয়াসিফ