১৮ মার্চ, ২০২২ ১০:২৭
আল-জাজিরার প্রতিবেদন

আজ যেসব বিষয় নিয়ে শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন বাইডেন

অনলাইন ডেস্ক

আজ যেসব বিষয় নিয়ে শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন বাইডেন

জো বাইডেন (বামে) ও শি জিনপিং

আজ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যায় সাতটায় এই টেলিফোনালাপ অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, “এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যোগাযোগের উন্মুক্ত সংযোগ বজায় রাখার চলমান প্রক্রিয়ারই অংশ।”

এছাড়াও দুই নেতা উভয় দেশের মধ্যে চলমান প্রতিযোগিতা নিয়ে আলোচনার পাশাপাশি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ও পারস্পরিক উদ্বেগের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন।

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শুক্রবার ২৩তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: আল-জাজিরা

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর