মারিওপোলের থিয়েটার ভবনে রাশিয়ার বিমান হামলার ঘটনায় আটকে পড়া ১৩০ জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার একথা জানিয়েছে ইউক্রেনের মানবাধিকার কমিশন।
এক টেলিভিশন ভাষণে মানবাধিকার কমিশন জানিয়েছে, উদ্ধারকাজ চলছে। এখনও ওই ভবনে ১৩শ’ মানুষ আশ্রয় নিয়ে আছেন।
এদিকে ইউক্রেনে রুশ সেনা অভিযানের ঘটনায় শুরু থেকে নিন্দা জানিয়ে আসছে পোপের দেশ ভ্যাটিকান সিটি। বলেছে, যুদ্ধ হলো শয়তানের কাজ। দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছে ভ্যাটিকান।
শুক্রবারও ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানকে ‘ক্ষমতার বিকৃত অপব্যবহার’ বলে আখ্যা দিয়েছেন। জনগণের ওপর চালানো এই নির্মমতারও নিন্দা জানিয়েছেন পোপ।
তবে রুশ সেনা অভিযানের পর থেকেই নিন্দা করলেও, পোপ নিন্দা বার্তায় কখনো রাশিয়ার নাম সরাসরি উল্লেখ করেননি। বরং একে বলেছেন, অগ্রহযোগ্য সেনা আগ্রাসন।
এদিকে ফোনালাপে জার্মান চ্যান্সেলর শলৎজকে পুতিন জানালেন, শান্তি আলোচনা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে কিয়েভ। তবে পুতিনের দাবি, রাশিয়া এখনও সমঝোতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, ‘কিয়েভ সব উপায়ে সমঝোতা আলোচনা বিলম্বিত করার চেষ্টা করছে। তারা একের পর এক অবাস্তব প্রস্তাব করে যাচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘তারপরও রাশিয়ার দিক থেকে সমস্যার সমাধানে সব রকম চেষ্টা করা হচ্ছে।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল