ইউক্রেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে তাদের দেশে আক্রমণ চালানোর পর রাশিয়ার ১৪ হাজার ২শ সেনা নিহত হয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ শুরু করে রুশ বাহিনী।
হামলার ২৩তম দিনে ইউক্রেনে সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধে ৪৫০টি ট্যাঙ্কসহ রাশিয়ার ১৪৫০টি সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। এরমধ্যে রাশিয়ার ৯৩টি যুদ্ধবিমান এবং ১১২টি হেলিকপ্টার রয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, রুশ সেনা ও সামরিক যান ধ্বংসের ইউক্রেন সশস্ত্র বাহিনীর দাবি তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেননি। তবে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ গোয়েন্দাদের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন, ইউক্রেনে রাশিয়ার ৩ থেকে ১০ হাজার সেনা নিহত হয়েছেন।
ইউক্রেনে অভিযান নিয়ে রাশিয়া নিয়মিত তথ্য প্রকাশ করে না। যদিও গত ২ মার্চ রাশিয়া জানিয়েছিল, ইউক্রেনে তাদের ৪৯৮ জন সেনা নিহত হয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল