ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় এখন পর্যন্ত ৬০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে চারজন শিশুও রয়েছে।
যুদ্ধের ২৩তম দিনে কিয়েভের সিটি কাউন্সিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে।
কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ বাহিনীর হামলায় শহরে ইউক্রেনের ১৬০ জন সেনা নিহত হয়েছেন। ২৪১ জন বেসামরিক নাগরিকসহ মোট আহত হয়েছেন ৮৮৯ জন যার মধ্যে ১৮ শিশুও রয়েছে।
এছাড়া বিমান ও গোলা হামলায় শহরের ৩৬টি আবাসিক ভবন, ৬টি স্কুল এবং ৪টি কিন্ডারগার্টে ধ্বংস হয়েছে বলেও শহরকর্তৃপক্ষ জানিয়েছে।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল