ইউক্রেনে রুশ সেনা অভিযানে সহিংসতা আর হামলার শিকার হচ্ছে শিশুরা। তারই প্রতিবাদে লিভিভের ঐতিহাসিক রিনক স্কয়ারে শিশুদের বহনকারী ১০৯টি বিশেষ ঝুড়ি (strollers) রেখে প্রতিবাদ জানানো হয়েছে।
এই ঝুড়িগুলো রেখে যুদ্ধে নিহত শিশুদের স্মরণ করা হয়েছে। ইউক্রেনের প্রধান কৌসুলির কার্যাল জানিয়েছে এ পর্যন্ত আরও ১৩০ জনের বেশি শিশু আহত হয়েছে। এছাড়াও ৪৩৯ স্কুলে গোলা বর্ষণ করেছে রুশ সেনারা। যার মধ্যে ৬৩টি স্কুল একেবারে ধ্বংস হয়ে গেছে।
যদিও রাশিয়া বারবার অসামরিক এলাকা ও বেসামরিক স্থাপনায় হামলা চালানোর বিষয়টি অস্বীকার করে আসছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল