যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে টেলিফোন করেছেন।
হোয়াইট হাউসের বরাতে সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা ০৩ মিনিটে প্রেসিডেন্ট বাইডেন চীনের প্রেসিডেন্টকে টেলিফোন করেছেন। তার মধ্যে কথোপকথন চলছে।
আন্তর্জাতিক গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং চীনের প্রেসিডেন্টের মধ্যে টেলিফোন আলাপকে গুরুত্বপূর্ণ হিসেবে খবর প্রকাশ করা হচ্ছে। বিশ্বের শীর্ষ অর্থনীতির দুই দেশের প্রেসিডেন্ট ইউক্রেন ইস্যুসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
বিডিপ্রতিদিন/কবিরুল