চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে বলেছেন, দ্বন্দ্ব-সংঘাত কারও স্বার্থ হতে পারে না।
শুক্রবার এক ভিডিও কলে চীনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে এমন মন্তব্য করেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি খবরের বরাতে সিএনএন বলছে, শি জিনপিং বলেছেন, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক সামরিক সংঘাতের পর্যায়ে যেতে পারে না। দ্বন্দ্ব-সংঘাতের মাধ্যমে কারও স্বার্থ হাসিল হয় না। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তি এবং নিরাপত্তা সর্বাধিক কাঙ্খিত সম্পদ।
এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বেলা ৯টা ০৩ মিনিটে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে টেলিফোন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
রাশিয়া চীনের কাছে অস্ত্র ও অর্থ সহায়তা চেয়েছে- আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বললেন।
বিডিপ্রতিদিন/কবিরুল