ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মুহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, মানবাধিকার ইস্যুতে পশ্চিমাদের দ্বিমুখী আচরণ তাদের আধিপত্যকামী ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত দিচ্ছে।
সম্প্রতি সৌদি আরবে একদিনে ৮১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে পশ্চিমাদের নীরবতার সমালোচনা করে তিনি আজ জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।
১২ মার্চ যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে ৪১ জনই হচ্ছেন সৌদি আরবের শিয়া মুসলমান অধ্যুষিত কাতিফের বাসিন্দা। এসব তরুণকে নানা অজুহাতে গ্রেফতারের পর মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ইরানের প্রভাবশালী আলেম আবু তোরাবিফার্দ আরও বলেন, পশ্চিমা দেশগুলো প্রকাশ্যে মানবাধিকার ইস্যুতে দ্বিমুখী আচরণ করছে। মৃত্যুদণ্ডের ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করেছেন। পশ্চিমারা যদি মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতো তাহলে এই অপরাধের পরপরই ব্রিটিশ প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে যেতেন না। মানবাধিকার ইস্যুতে তাদের এই আচরণ তাদের পতনেরই সূচনা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন