ইউক্রেনে অভিযানে নেতৃত্ব প্রদানকারী রুশ জেনারেলের নাম প্রকাশ করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনী। সংস্থাটি বন্দর শহর মারিউপোলে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাদেরও অভিযোগ এনেছে।
ইউক্রেনের গোয়েন্দা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার জেনারেল আলেকজান্ডার দোভরনিকভ বর্তমানে ইউক্রেনে সেনা অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। এর আগে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছিল, ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়ে ভিন্নভাবে যুদ্ধ পরিচালনা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে নতুন জেনারেল নিয়োগ দিয়েছেন।
২০১৫ সালের সেপ্টেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহায়তার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা পাঠালে ৬০ বছর বয়সী দোভরনিকভ সেই বাহিনীর প্রথম কমান্ডার ছিলেন।
বিবৃতিতে ইউক্রেনীয় গোয়েন্দা বাহিনী জানিয়েছে, আলেকজান্ডার দোভরনিকভকে গত ৮ এপ্রিল ইউক্রেনে রুশ সেনাবাহিনীর কমান্ডার নিযুক্ত করা হয়। এই রুশ জেনারেলের অধীনস্ত ইউনিট এবং সেনারা মারিউপোলে যুদ্ধাপরাধে জড়িত বলেও অভিযোগ করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল