কৃষ্ণ সাগরে আগুন ধরে যাওয়ার পর ডুবে যাওয়া রুশ যুদ্ধজাহাজ মস্কোভা থেকে ৫০ নাবিককে উদ্ধার করেছে তুরস্ক। লিথুয়ানিয়ার বরাতে তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই খবর প্রকাশ করেছে।
রুশ যুদ্ধজাহাজ মস্কোভা বৃহস্পতিবার ডুবে যায়। কিয়েভের দাবি, তারা রুশ যুদ্ধজাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।
আগের দিন বুধবার আগুন লাগার পর যুদ্ধজাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, ক্ষতিগ্রস্ত যুদ্ধজাহাজটিকে টেনে বন্দরের দিকে নেওয়া হচ্ছিল। এ সময় সমুদ্রের ঝোড়ো আবহাওয়ার মধ্যে যুদ্ধজাহাজটি ডুবে যায়।
ডুবে যাওয়ার আগে বৃহস্পতিবার রাতে রাশিয়ার যুদ্ধজাহাজটি বিপদ সংকেত দেয়। রাত ১টা ১৪ মিনিটে জাহাজটি একপাশে হেলে পড়ে। আধাঘণ্টা পর জাহাজটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত ২টার দিকে তুরস্কের উদ্ধারকারী জাহাজ মস্কোভা থেকে ৫৪ নাবিককে উদ্ধার করে। রাত ৩টার দিকে তুরস্ক এবং রোমানিয়া জানায়, জাহাজটি সম্পূর্ণ ডুবে গেছে।
তুরস্কের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাহাজটিতে ৪৮৫ জন ক্রু ছিল। ডুবে যাওয়ার ফলে কী পরিমাণ ক্ষতি হয়েছে রাশিয়া তা এখনো প্রকাশ করেনি।
মস্কোভাডুবির ঘটনা কৃষ্ণসাগরে রাশিয়ার নৌশক্তির জন্য একটি বড় ধাক্কা বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।
বিডিপ্রতিদিন/কবিরুল