যুক্তরাষ্ট্রের নতুন সামরিক সহায়তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে পৌঁছাবে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে সিএনএন এই খবর প্রকাশ করেছে।
প্রতিরক্ষা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেন, ৮০০ মিলিয়ন ডলারের নতুন অস্ত্র সহায়তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে পৌঁছাবে। সীমান্তে ইউক্রেনের বাহিনী এই অস্ত্র গ্রহণ করে দেশে নিয়ে যাবে।
এই চালানে কী ধরনের অস্ত্র রয়েছে সেটা প্রকাশ করা হয়নি। তবে কর্মকর্তারা পূর্বে বলেছিলেন, হাউইটজার (ক্ষুদ্রকামান বিশেষ), গোলাবারুদ এবং রাডার ব্যবস্থা পাঠানো হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত বুধবার ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা করেন। এই সামরিক সহায়তার মধ্যে ছিল আফগানিস্তানে নেওয়া এম-১৭ হেলিকপ্টার (১১টি), ৩০০ এর বেশি সুইচব্লেড ড্রোন, এবং ক্ষেপণাস্ত্র শনাক্তকারী রাডার।
বিডিপ্রতিদিন/কবিরুল