রুশ বাহিনীর বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়ে দেশটির বাহিনীর সদস্যদের সরাসরি প্রশিক্ষণ দিয়েছে ব্রিটেনের বিখ্যাত বিশেষ বাহিনী স্পেশাল এয়ার সার্ভিসেস (এসএএস)।
ব্রিটিশ প্রভাবশালী পত্রিকা ‘টাইমস অব লন্ডন’কে বিষয়টি জানিয়েছে ইউক্রেনের সামরিক সূত্র। ব্রিটেনের অন্য প্রভাবশালী গণমাধ্যম ‘বিবিসি’ও টাইমস অব লন্ডনের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দুই ব্যাটালিয়নের কর্মকর্তারা শুক্রবার ‘টাইমস অব লন্ডন’কে জানিয়েছেন, গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণ সেশনের নেতৃত্ব দিয়েছে ব্রিটিশ এসএএস সৈন্যরা।
একজন কমান্ডার বলেছেন, এসএএস প্রশিক্ষকরা দেখিয়েছেন যে কীভাবে ব্রিটিশ অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ‘এনএলএডব্লিউ’ ব্যবহার করতে হয়।
এদিকে, প্রথমবারের মতো ইউক্রেনের মাটিতে ব্রিটিশ সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার প্রতিবেদনটি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেনি। সূত্র: বিবিসি, টাইমস অব লন্ডন
বিডি প্রতিদিন/কালাম