পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার হিসেবে শনিবার দায়িত্ব গ্রহণ করবেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী রাজা পারভেইজ আশরাফ। গতকাল শুক্রবার নির্ধারিত সময়সীমার মধ্যে আর কেউ স্পিকার পদে মনোনয়ন পত্র জমা দেননি।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার শপথ নেবেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জ্যেষ্ঠ নেতা রাজা পারভেইজ আশরাফ। ২০১২ সালের ২২ জুন থেকে ২০১৩ সালের ১৬ মার্চ পর্যন্ত পাকিস্তানের ১৯তম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডেপুটি স্পিকার কাসিম সুরির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে। সুরি এখন ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে আছেন।
ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সংসদে তোলার আগমুহূর্তে আসাদ কায়সার পদত্যাগ করলে স্পিকারের পদ খালি হয়।
বিডি প্রতিদিন/ফারজানা