রাশিয়ার নিক্ষেপ করা চারটি ক্রুজ মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। দেশটির লেভিভ অঞ্চলের আঞ্চলিক সামরিক প্রশাসন শনিবার এই দাবি করেছে। খবর সিএনএনের।
এক বিবৃতিতে আঞ্চলিক সামরিক গভর্নর ম্যাক্সিম কজিতস্কি বলেন, শনিবার সকালে এসইউ-৩৫ যুদ্ধবিমান থেকে লেভিভ অঞ্চল লক্ষ্য করে ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়। ইউক্রেনের অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ফোর্স চারটি ক্রুজ মিসাইল ধ্বংস করেছে।
ইউক্রেনের এই কর্মকর্তা দাবি করেন, যে যুদ্ধবিমান থেকে রাশিয়া মিসাইল নিক্ষেপ করেছে তা বেলারুশেরর বারানোভি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ইউক্রেনে আক্রমণ করতে শুরু থেকে বেলারুশের ভূমি ব্যবহার করছে রাশিয়া।
বিডিপ্রতিদিন/কবিরুল