পাকিস্তানের ২২তম স্পিকার হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন পিপিপির সংসদ সদস্য রাজা পারভেজ আশরাফ। পিএমএল-এন’এর আয়াজ সাদিক শনিবার নব নির্বাচিত সংসদ স্পিকারকে শপথ পড়ান।
ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তান পিপলস পার্টির সংসদ সদস্য রাজা পারভেজ আশরাফ স্পিকার পদে একমাত্র প্রার্থী ছিলেন। তার বিপরীতে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
এর আগে পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফ পাকিস্তানের (পিটিআই) এর আইনপ্রণেতা এবং স্পিকার আসাদ কায়সার দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেন। ফলে স্পিকার পদ শূন্য হয়। তার আগে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়।
স্পিকার হিসেবে শপথ নিয়ে চেয়ারে বসে রাজা পারভেজ আশরাফ পিপিপি এবং নব নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ধন্যবাদ প্রদান করেন। স্পিকার বলেন, গত তিন বছর ধরে সংসদ অসম্পূর্ণ। কারণ, বিরোধীদের বক্তব্য শোনা হয়নি। বিরোধীদের কণ্ঠ চাপা পড়বে না এবং সেটা দেখা তার কর্তব্য বলেও মন্তব্য করেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল