ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গুরুতর আহতরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এক টেলিগ্রাম বার্তায় কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকা বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে জনগণকে রক্ষার চেষ্টা করা হচ্ছে। কিন্তু শত্রুরা ‘নির্মম’।
এর আগে গতকাল শুক্রবার রাশিয়া কিয়েভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের পর ইউক্রেনের রাজধানী অঞ্চলে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা করে।
রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভা ডুবি এবং ইউক্রেনের সেনারা রুশ সীমান্তে অন্তর্ঘাতমূলক হামলা এবং আক্রমণ করছে অভিযোগ তুলে রাশিয়া কিয়েভে হামলা চালানোর ঘোষণা দেয়।
বিডিপ্রতিদিন/কবিরুল