পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা হামজা শাহবাজ। তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছেলে। আজ শনিবার সংসদে চরম হট্টগোলের পরই হামজাকে মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয়। খবর জিও নিউজের।
জানা গেছে, হামজা শাহবাজ ১৯৭ ভোট পেয়ে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী পারভেজ এলাহি কোনো ভোট পাননি। কেননা তার দল পিএমল-কিউ এবং পিটিআই এই নির্বাচন বয়কট ঘোষণা করে। এর আগে, ভোটের পূর্বমুহূর্তে পার্লামেন্টে ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারিকে আক্রমণ করার জন্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
এদিন নির্বাচনের ফলাফল ঘোষণা করে ডেপুটি স্পিকার মাজারি বলেন, এই দিন একটি 'গণতন্ত্রের সাফল্য' প্রতিনিধিত্ব করে। এছাড়া নানা হট্টগোলের কারণের পরও ভোটে অংশ নেওয়া এমপিদের 'ইতিবাচক ভূমিকার' প্রশংসা করেন।
উল্লেখ্য, হামজা তার পরিবারের তৃতীয় সদস্য যিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এর আগে, তার বাবা শাহবাজ শরীফ এবং তার চাচা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক