ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে অবস্থান করা সকল নাগরিককে সরানোর আহ্বান জানিয়েছেন শহরটির মেয়র। এর আগে গতকাল (বৃহস্পতিবার) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন শহরটি এখন তার সেনাদের নিয়ন্ত্রণে।
মারিউপোলের মেয়র ভাদিম বইচেঙ্কো বলেন, আমাদের এখন একমাত্র যা প্রয়োজন তা হলো মারিউপোল থেকে সব নাগরিককে অপসারণ। শহরে বর্তমান ১ লাখ মানুষ আছে বলে জানান তিনি।
রয়টার্সের খবরে বলা হয়েছে, মেয়র বইচেঙ্কা এখন মারিউপোলে অবস্থান করছেন না। শহরের কোনো এলাকার যুদ্ধের হালনাগাদ (আপডেট) তথ্য তিনি দিতে পারেননি। তবে বিস্তারিত তথ্য না দিলেও তিনি অভিযোগ করেছেন, মারিউপোলে অবরুদ্ধদের সঙ্গে রুশ বাহিনী মশকরা করছে।
রয়টার্সের সঙ্গে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, মারিউপোলে আটকেপড়াদের ভাগ্য একমাত্র পুতিন নির্ধারণ করতে পারেন।
মারিউপোলের আজভস্তাল স্পাত কারখানায় বেসামরিক নাগরিকসহ ২ হাজার মতো ইউক্রেনীয় যোদ্ধা আছে। পুতিন শহরটির স্পাত কারখানা ধ্বংসের নির্দেশ না দিলেও সেখানে যেন মাছিও ঢুকতে না পারে সেই নির্দেশনা দিয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল