দুই দিনের সফরের শেষ দিনে দিল্লিতে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার তাকে গ্রান্ড ওলেকাম বা বড়ভাবে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসন।
আর এমন উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত হয়েছেন বরিস জনসন। কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের মানুষকে এমন সংবর্ধনার জন্য ধন্যবাদ জানাই। চারিদিকে যা দেখেছি, তাতে আমার নিজেকে শচীন টেন্ডুলকার ও অমিতাভ বচ্চনের মতো মনে হয়েছে।’
গুজরাটে একদিন কাটিয়েছেন জনসন। সেখানেই দেখেছেন বড় বড় বিলবোর্ড ও নাচে গানে তাকে স্বাগত জানানোর আয়োজন ছিল পথে পথে।
এ বিষয়ে তিনি বলেন, ‘তারা আমাদের চমৎকারভাবে স্বাগত জানিয়েছে। সত্যিই এটা অসাধারণ, অন্য রকম। আমি আগে কখনও এমন প্রাণবন্তভাবে স্বাগত জানাতে দেখিনি।’
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল