এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই কন্যা ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মেয়ের ওপর নিষেধাজ্ঞা ও ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া।
শুক্রবারের এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও একই সিদ্ধান্ত নিয়েছিল। সবমিলিয়ে এ পর্যন্ত প্রায় ৭৫০ রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া।
নতুন নিষেধাজ্ঞায় পুতিনকে সমর্থন দেওয়া রাশিয়ার ১৪৪ সিনেটরকেও লক্ষ্যবস্তু বানানো হয়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিসা পেনে জানিয়েছেন, রাশিয়ার ওপর চাপ বাড়াতে বিনা উস্কানিতে ইউক্রেনে হামলা চালানোর ঘটনায় যারা সমর্থন দিচ্ছে তাদের সবার ওপর ধাপে ধাপে নিষেধাজ্ঞা দেওয়া হবে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল