রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগের পর এবার হেলিকপ্টার বিলাস নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কাঠগড়ায় তুললেন বর্তমান তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। গতকাল বৃহস্পতিবার মরিয়ম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসা থেকে নিজের ব্যক্তিগত বাসভবনে হেলিকপ্টারে যেতে সাড়ে তিন বছরে ৯৮০ মিলিয়ন বা ৯৮ কোটি রুপি খরচ করেছেন ইমরান খান।
এর কিছুক্ষণ পরে গণমাধ্যমের জন্য ইমরানের খরচের একটি তালিকাও প্রকাশ করেন মরিয়ম। মরিয়মের অভিযোগ, ইমরানের হেলিকপ্টার ব্যবহারের বিষয়ে সঠিক তথ্য নথিবদ্ধ করেনি তৎকালীন প্রশাসন।
সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, মরিয়মের দেওয়া তালিকায় দেখা গেছে ২০১৮ সালের জুন মাস থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত মোট ৯৮৪ মিলিয়র রুপি ব্যয় করেছেন ইমরান। যার মধ্যে ৫১২ মিলিয়ন রুপি গেছে ব্যবস্থাপনায় আর ৪৭২ মিলিয়ন গেছে ফ্লাইটে।
ইমরানের ব্যবহার করা হেলিকপ্টার তার ক্ষমতা আমলে ২ হাজার ৭২৩ ঘণ্টা উড়েছে। প্রতিঘণ্টার যার গড় খরচ ২ লাখ ৭৫ হাজার পাকিস্তানী রুপি।
সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজমুল