যুক্তরাজ্য আগামী সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভে দূতাবাস চালু করতে যাচ্ছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এই ঘোষণা দিয়েছেন।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসন দুই দিনের সফরে বর্তমান ভারতে অবস্থান করছেন। সেখানেই তিনি কিয়েভে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছেন।
এই ঘোষণা দেওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পুতিনের বাহিনী ইউক্রেনে বর্বর কর্মকাণ্ড করছে। যুক্তরাজ্য ইউক্রেনে আরও আর্টিলারি সহায়তা পাঠাবে বলেও জানান তিনি।
এদিকে ইউক্রেনে সামরিক হামলার লক্ষ্য প্রকাশ করেছে রাশিয়া। দেশটির শীর্ষ একজন সেনা কমান্ডার বলেছেন, তাদের লক্ষ্য দক্ষিণ ইউক্রেন এবং দোনবাস অঞ্চল নিয়ন্ত্রণ করা। এটা নিয়ন্ত্রণ করতে পারলে ২০১৪ সালে তাদের দখল করা ক্রিমিয়ার সঙ্গে সরাসরি স্থল সংযোগ তৈরি হবে।
ইউক্রেন কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে সতর্ক করেছে, রাশিয়ার সেনারা তাদের দক্ষিণ শহর খেরাসন দখল করে সেখানে ‘খেরাসন প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল