ইউক্রেনের দক্ষিণ মারিউপোলের আজভস্তাল স্পাত কারখানা থেকে দেশটির সেনাদের বের হওয়ার সুযোগ দিচ্ছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ’র বরাতে আল জাজিরা এই খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, আজভস্তাল স্পাত কারখানায় অবরুদ্ধ সেনা এবং বেসামরিক নাগরিকদের বেরিয়ে যেতে রাশিয়া গুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেন এবং কিছু পশ্চিমা দেশ অভিযোগ করছে- রাশিয়া মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের বের হতে দিচ্ছে না। এটা ভিত্তিহীন।
এর আগে গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন সেনাবাহিনীকে মারিউপোলে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের ফের আত্মসমর্পণের প্রস্তাব দেওয়ার নির্দেশ দেন। পুতিন স্পাত কারখানা ধ্বংস না করার নির্দেশ দেন। তবে একইসঙ্গে তিনি কারখানাটি এমনভাবে অবরুদ্ধ করে রাখার আদেশ দেন যাতে সেখানে মাছিও প্রবেশ করতে না পারে।
এরপর শুক্রবার আজভস্তাল কারখানা থেকে ইউক্রেনীয় যোদ্ধা এবং বেসামরিক নাগকিরদের রাশিয়া সরে যেতে দিবে রিপোর্ট সামনে আসলো।
বিডিপ্রতিদিন/কবিরুল