জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে অবশ্যই রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে চলা উচিত। রাশিয়ার সঙ্গে ন্যাটো সরাসরি দ্বন্দ্বে জড়ালে তৃতীয় বিশ্ব যুদ্ধ হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
জার্মানির জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ডার স্পিগেল’ এর সঙ্গে এক সাক্ষাৎকারে ওলাফ শলৎস এসব কথা বলেন।
জার্মান চ্যান্সেলর বলেন, অবশ্যই পারমাণবিক যুদ্ধ হওয়া উচিত নয়। এ কারণে আমি ভোটাভুটির প্রতি গুরুত্ব দেয়নি। কারণ, যেকোনো ভুলের ফলাফল হবে নাটকোচিত।
উল্লেখ্য, ইউক্রেনে ভারি অস্ত্র সহায়তা না দেওয়ায় দেশের ভেতর এবং বাইরে সমালোচনার শিকার হচ্ছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস।
গণমাধ্যমে সাক্ষাৎকারে জার্মান চ্যান্সেলর বলেন, ইউক্রেনে জার্মান এবং ন্যাটোকে যুদ্ধরত পক্ষ মনে করা ন্যায়সঙ্গত নয়। রাশিয়ার গ্যাসের ওপর নিষেধাজ্ঞা ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে না বলেও মন্তব্য করেন তিনি।
ওলাফ শলৎস বলেন, গ্যাস নিষেধাজ্ঞা যুদ্ধ শেষ করবে আমি তেমনটি মনে করি না। পুতিন যদি অর্থনৈতিক কৌশল সম্পর্কে উদার থাকতেন তাহলে তিনি এই যুদ্ধ শুরু করতেন না। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল