ইউক্রেন যুদ্ধ এই মুহূর্তে অস্পষ্ট (আনপ্রেডিক্ট্যাবল) হলেও রাশিয়ার জয়ের ‘বাস্তব সম্ভাবনা; আছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
শুক্রবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বরিস জনসন এই মন্তব্য করেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, পুতিন এই মুহূর্তে কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আছেন। কারণ তিনি বিপর্যপূর্ণ ভুল করেছেন। এখন তার সামনে একটা মাত্র অপশন আছে তাহলো, আর্টিলারি ব্যবহার করে ইউক্রেনকে চূর্ণ করার চেষ্টা করা।
মারিউপোলে রাশিয়া ২০১৪ সালে দখল করে নেওয়া ক্রিমিয়ার সঙ্গে স্থল সেতু নির্মাণের খুব কাছাকাছি রয়েছে মন্তব্য করে বরিস জনসন বলেন, পরিস্থিতি এখনো অনিশ্চিত। তবে তিনি ( বরিস জনসন) কিছুটা উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেন।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল