ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত দেশটি থেকে ৫১ লাখের বেশি মানুষ পালিয়েছে। শুক্রবার এই তথ্য দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
সংস্থাটি জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরু করার পর ৫১ লাখ ৩৩ হাজার ৭৪৭ জন ইউক্রেনীয় এখন পর্যন্ত দেশ ছেড়েছে।
ইউক্রেন ছাড়া মানুষদের মধ্যে ৯০ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে সংস্থাটি।
ইউক্রেনীয় শরণার্থী সবচেয়ে বেশি আশ্রয় নিয়েছে পোল্যান্ডে। দেশটিতে প্রায় ২৯ লাখের বেশি ইউক্রেনীয় নাগরিক এখন পর্যন্ত আশ্রয় নিয়েছেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল