ইউক্রেনের মাটিতে এবার ব্রিটেনের ‘নাশকতা বিশেষজ্ঞ’ দলের তথ্য দিল রাশিয়া।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ‘রিয়া নভোস্তি’ জানিয়েছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লাভিভ শহরে ব্রিটেনের বিখ্যাত বিশেষ বাহিনী স্পেশাল এয়ার সার্ভিসেস (এসএএস) এর কমপক্ষে ২০ জনের দুটি গ্রুপ ইউক্রেনের সামরিক বাহিনীকে সহায়তা করছে।
ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি’ এ তথ্য জানিয়েছে।
“এগুলো কোনও সাধারণ বিশেষ বাহিনী নয়,” একটি রুশ গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রিয়া নভোস্তি।
সূত্রটি আরও জানায়, ব্রিটিশ বিশেষ বাহিনীর এই কর্মীরা সম্ভবত রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে ‘নাশকতামূলক গোষ্ঠীর কার্যকলাপ সমন্বয় করছে’।
ব্রিটিশ প্রভাবশালী পত্রিকা ‘টাইমস অব লন্ডন’কে বিষয়টি জানিয়েছে ইউক্রেনের সামরিক সূত্র। ব্রিটেনের অন্য প্রভাবশালী গণমাধ্যম ‘বিবিসি’ও টাইমস অব লন্ডনের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত এই স্পেশাল এয়ার সার্ভিস (এসএএস) বাহিনী গোপন মিশনের জন্য সুপরিচিত। এই বাহিনী জিম্মি পুনরুদ্ধার, শত্রু সনাক্তে বিশেষ এলাকায় সামরিক পর্যবেক্ষণ এবং সন্ত্রাসবাদ বিরোধীর বিভিন্ন কাজ করে থাকে।
‘টাইমস অব লন্ডন’ এর ওই প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণ সেশনের নেতৃত্ব দিচ্ছে ব্রিটিশ এসএএস সৈন্যরা।
ইউক্রেনীয় একজন কমান্ডার বলেছেন, এসএএস প্রশিক্ষকরা দেখিয়েছেন যে কীভাবে ব্রিটিশ অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ‘এনএলএডব্লিউ’ ব্যবহার করতে হয়।
তবে প্রথমবারের মতো ইউক্রেনের মাটিতে ব্রিটিশ সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার প্রতিবেদনটি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়নি। সূত্র: বিবিসি, টাইমস অব লন্ডন, রিয়া নভোস্তি
বিডি প্রতিদিন/কালাম