গেল বৃহস্পতিবার সৌদি আরব সফরের প্রথম দিনেই নিজ দেশের নাগরিকদের রোষাণলে পড়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মসজিদে নববীতে তাকে দেখেই ‘চোর’ বলে স্লোগান দিয়েছিল একদল পাকিস্তানি। এই ঘটনায় তরিৎ ব্যবস্থা নেয় সৌদি প্রশাসন। পাকিস্তানের সৌদি দূতাবাস গত শুক্রবারই জানিয়েছে শাহবাজ বিরোধী স্লোগান দেওয়া পাকিস্তানিদের আটক করা হয়েছে।
তবে সেই ঘটনা নিয়ে গতকাল শনিবার মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি এই ঘটনাকে ‘জনপ্রতিক্রিয়া’ বলে আখ্যা দিয়েছেন। ইমরানের দাবি, এটা তাদের (শাহবাজদের) কাজের ফল।
ইমরান খান এ বিষয়ে বলেন, ‘আমরা মানুষকে বেরিয়ে আসতে বলিনি। জনগণই তাদের রাগ-ক্ষোভ থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করছে। যাইহোক, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তারা জনগণকে প্রকাশ্যে মুখ দেখানো ক্ষমতা রাখেন না।’
সূত্র: জিও নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল