ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত লাভিভ শহরে গেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি সেখানে সেখানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’- এর বিশেষ দূত হিসেবে সেখানকার একটি আবাসিক (বোর্ডিং) স্কুল ও চিকিৎসা প্রতিষ্ঠান পরিদর্শনে গেছেন।
লাভিভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাকসিম কোজিটস্কির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ‘সিএনএন’।
ম্যাকসিম কোজিটস্কি বলেন, “একটি চিকিৎসা প্রতিষ্ঠানে তিনি (জোলি) ক্রামাটোরস্ক রেলস্টেশনে রুশ সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার শিকার শিশুদের সঙ্গে দেখা করেছেন। তাদের গল্প শুনে তিনি খুবই অনুপ্রাণিত হয়েছেন। এমনকি একটি মেয়ে জোলিকে তার স্বপ্নের কথা একান্তে বলতে পেরেছেন।”
তিনি আরও বলেন, “এই অঞ্চলের বোর্ডিং স্কুল পরিদর্শনের সময় তিনি (জোলি) আবারও আসার প্রতিশ্রুতি দিয়েছেন।”
কোজিটস্কি বলেন, “জোলি আমাদের স্বেচ্ছাসেবকদের সাথেও কথা বলেছেন, যারা লভিভের প্রধান রেলওয়ে স্টেশনে চিকিৎসা এবং মানসিক সহায়তা প্রদান করে। তিনি তাদের কাজের জন্য তাদেরকে ধন্যবাদ জানান।”
“জোলির এই সফর আমাদের সকলের জন্য বিস্ময়কর ছিল,” যোগ করেন কোজিটস্কি। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কালাম